• ঢাকা
  • সোমবার, ২৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ; ০৭ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

জমি নিয়ে বিরোধের জের ধরে বসত বাড়িতে হামলার অভিযোগ 


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১:৫০ এএম;
জমি নিয়ে বিরোধের জের ধরে বসত বাড়িতে হামলার অভিযোগ 
জমি নিয়ে বিরোধের জের ধরে বসত বাড়িতে হামলার অভিযোগ 

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে বড় ভাই এর বসত বাড়িতে হামলা করেছে ছোট ভাই ও তার লোকজন। লক্ষ্মীপুর পৌরসভার ২নং ওয়ার্ড় কমর উদ্দিন ভূইঁয়া বাড়িতে গত রাতে এ হামলার ঘটনা ঘটে। এতে আফাজ উদ্দিন দুলাল হুজুর ও তার পরিবার হামলার শিকার হন। .

 .

এসময় অভিযুক্ত বেলাল ও তার ভাগিনা জামাল এবং তারেক সহ কয়েজন লোক দুলাল হুজুর এর বসত বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে। ঘরের বেড়া ও গুরুত্বপূর্ণ আসবাবপত্র ভাংচুর করে। পরে স্থানীয় লোকজন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।.

 .

ভুক্তভুগী দুলাল হুজুর বলেন, আমরা তিন ভাই। আমাদের জায়গায় জমি এখনো যৌথ। কোন জমি ভাগ হয়নি। কিছু জমি ভুল বশত সরকারের নামে রেকর্ড হয়েছে। আমরা সবাই মিলে রেকর্ড সংশোধন করার জন্য মামলা করেছি। মামলার অতিরিক্ত খরচ নিয়ে আমার বড় ভাইকে প্রশ্ন করলে তিনি ছোট ভাই বেলাল কে নিয়ে আমার বসত ঘরে হামলা করে ভাংচুর করেছে। এসময় তাদের সাথে জামাল ও তারেক সহ কয়েকজন মিলে ভাংচুর করে হুমকি ধামকি দেয়। একপর্যায়ে তারা আমাদের মেরে ফেলবে বলেও হুমকি দেয়।.

 .

এবিষয়ে অভিযুক্ত বেলাল বলেন, আমাদের সকল ওয়ারিশগণ মিলে একটি রেকর্ড সংশোধন মামলা করেছি। মামলার খরচ নিয়ে আমার ভাই দুলাল হুজুর প্রশ্ন তুলে। আমি ৩০ হাজার টাকা দেনা ছিলাম। এই টাকা বড় ভাই এর কাছে জমা দিয়েছে। এটি নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আমি রাগের মাথায় দুলাল হুজুর এর ঘরে কয়েকটি কোপ দিয়েছি। সমাজের লোকজন আগামী শুক্রবার বসে বিষয়টি সমাধান করে দিবে বলেছে।. .

ডে-নাইট-নিউজ / আব্দুল মালেক নিরব 

অপরাধ বিভাগের জনপ্রিয় সংবাদ